অপারেশন নীলাঞ্জনা মুহম্মদ জাফর ইকবাল Operation Nilanjona - Muhammed Zafar Iqbal

 "তুই নামতে চাইলি বলেই তো নামতে পেরেছি। দেখ জায়গাটা কতো সুন্দর। কতো সুনসান, নীরব। আর জোছনার আলোটা দেখেছিস কতো নরম? এই জোছনার আলোতে জঞ্জালকেও দেখতে সুন্দর দেখায় আর এটা তো একটা অরণ্য!"

আমি কিছু বললাম না। কেন জানি মনে হচ্ছিল এই নির্জন সুন্দর জায়গাটাতে এখন চুপ করে থাকতে হবে, এখানে কোনো শব্দ হলেই জায়গাটার সৌন্দর্য নষ্ট হবে।

আমরা চুপচাপ বসে রইলাম, তখন আবিষ্কার করলাম, এই পুরোপুরি নীরব জায়গাতেও এক ধরনের শব্দ আছে। বাতাসে গাছের পাতা শির শির করে নড়ে তার একটা শব্দ। ঝিঁঝি পোকার শব্দ। দূর থেকে কোনো একটা প্রাণী ডেকে ওঠে তার শব্দ, মাথার ওপর দিয়ে একটা রাত জাগা পাখি ডেকে ডেকে উড়ে যায় তার একটা শব্দ। রাস্তায় গাড়ি কমে এসেছে তাই সেখানে শব্দ কম। কিন্তু যখন একটা গাড়ি আসে তখন বহুদূর থেকে তার চাপা শব্দ শোনা যায়।




Post a Comment

0 Comments